ঢাকা: যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে অর্থবিল নিয়ে কংগ্রেসে সমঝোতা না হওয়ায়। এতে বেশ কিছু ফেডারেল দপ্তর বন্ধ হয়ে গেছে এবং হাজারো কর্মী সাময়িক ছুটিতে রয়েছেন। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে।বুধবার (১ অক্টোবর) শাটডাউনের প্রভাব ও অনিশ্চয়তার মধ্যেই স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, আর ডলারের দাম কমেছে। নিরাপদ বিনিয়োগের উৎস হিসেবে স্বর্ণে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।বাজার বিশ্লেষকদের মতে, এদিন আউন্সপ্রতি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮৭৫ ডলারে—যা টানা তৃতীয় দিনের মতো সর্বোচ্চ। অন্যদিকে, এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক ফিউচারের দাম কমেছে ০.৫ শতাংশ করে। তবে ইউরোপীয় ফিউচারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।ক্যাপিটাল ডটকমের একজন জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোদ্দা বলেন, সাধারণত বাজার বন্ধ থাকা অর্থহীন। প্রকৃতপক্ষে, ২০১৮-২০১৯ সালের এক মাসেরও বেশি সময় ধরে চলা শাটডাউনে ওয়াল স্ট্রিট উত্থান দেখেছিল।তবে রোদ্দা...