ঢাকা: পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসাকে ‘সম্মান’ হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।ট্রাম্প জানান, আসিম মুনির ভারতের সঙ্গে সাম্প্রতিক এক সংঘাত ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা শেষ পর্যন্ত লাখো প্রাণ রক্ষায় সহায়ক হয়েছে।জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুনির মন্তব্য করেছিলেন— ‘যদি ওই সংঘাত আরও বাড়ত, তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠত।’ ট্রাম্প বলেন, “তার এমন মন্তব্য আমার ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। আমি সত্যিই তার কথাগুলোকে সম্মানজনক বলে মনে করেছি।”সেনাবাহিনী প্রধান (সিওএএস) আসিম মুনির দুই জেনারেলসহ অন্যদের উপস্থিতিতে এই পর্যবেক্ষণগুলো দিয়েছেন। যা তার কথার ওজন বাড়িয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে দুবার বৈঠকের পর এমন মন্তব্য করলেন ট্রাম্প।জুলাই মাসে, ট্রাম্প এবং মুনির হোয়াইট...