ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিনের সময় বেঁধে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, হামাস যদি পরিকল্পনাটি গ্রহণ না করে তা হলে পরিণতি “খুবই দুঃখজনক” হবে। ট্রাম্প এই মন্তব্য করেছেন হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ও পরে এক সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন, “আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি” এবং যোগ করেছেন যে পরিকল্পনায় ইতোমধ্যে অনেক আরব ও মুসলিম দেশ, পাশাপাশি ইসরায়েলও সমর্থন দিয়েছে। পরিকল্পনায় অস্থিরতা প্রশমনের পাশাপাশি জিম্মিদের প্রত্যাবর্তন ও যুদ্ধাবস্থার পরে গাজার শাসন কার্যক্রম তদারকির জন্য একটি আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’ গঠনের প্রস্তাব রয়েছে। তবু ট্রাম্পের প্রধান শর্তগুলোর মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ ও অস্ত্র হস্তান্তরের দাবিও রয়েছে — যা হামাসের পক্ষ...