ইউনূস নিউ ইয়র্কে বসে হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযোগ খারিজ করেছেন। তিনি বলেন, ‘‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’’আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে কার্যত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে মদত দেওয়ার অভিযোগ তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে জানালেন, ভারতের মাটিতে বলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন বলে নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।রাষ্ট্রপুঞ্জের ৮০তম সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে ইউনূস একটি ডিজিটাল সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। ‘প্রথম আলো’য় তা প্রকাশিত হয়েছে। হাসিনাকে আশ্রয় দেওয়ার নেপথ্যে নয়াদিল্লির ‘স্বার্থ’ সম্পর্কিত প্রশ্নে তাঁর মন্তব্য, ‘‘তারা (ভারত) বরাবরই তাঁকে (হাসিনা) সমর্থন করে আসছে। যাঁরা তাঁর পিছনে আছেন, তাঁরা সম্ভবত এখনও আশা করছেন যে তিনি পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে...