বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়কের পাশাপাশি নাম সরিয়ে নিয়েছেন আরও ১৪ জন। পরে তামিম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে। ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন তামিম। সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নাম প্রত্যাহার করে নিলেন তারকা সাবেক বাঁহাতি ওপেনার। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। সকাল সোয়া ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি নির্বাচন কমিশন অফিসে এসে মনোনয়ন প্রত্যাহার করেন তামিম। তিনিসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আপনারা বলেন ফিক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের...