বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এ সময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় সেখানে দলের একটি নতুন লোগো দেখা যায়। সেই লোগোতে দাঁড়িপাল্লা, দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত ছিল। এরপর জামায়াতের লোগো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়। এ বিষয়ে গোলাম পরওয়ার বলেন, যে লোগোটা ওখানে সেট করা হয়েছিল, সেটা চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগো পরিবর্তন হবে। তিনি আরও বলেন, আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তন করে...