গাজার উদ্দেশে যাওয়া একটি সহায়তা বহর এখন সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে। এটি প্রবেশ করেছে এমন এক ঝুঁকিপূর্ণ এলাকায়, যেখানে আগের অনেক প্রচেষ্টা হামলা ও বাধার মুখে পড়েছিল। ইসরায়েলের গণমাধ্যম ‘কান’ বুধবার জানায়, দেশটির সেনারা বিশেষ নৌ-কম্যান্ডো ও যুদ্ধজাহাজ দিয়ে বহরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে, সব কটি জাহাজকে আটকানো হবে না—কিছু জাহাজ সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতে পারে। ইসরায়েল শত শত কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পরে আশদোদ বন্দরের মাধ্যমে বহিষ্কার করার পরিকল্পনা করছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে এ বহরটি স্পেন থেকে যাত্রা শুরু করে গত ৩১ আগস্ট। এটি এখন পর্যন্ত গাজার উদ্দেশে যাওয়া সবচেয়ে বড় সমুদ্র মিশন। প্রায় ৫০টি জাহাজ ও অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিদল এতে অংশ নিয়েছে। মূল লক্ষ্য হলো ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক...