কাজাখস্তানে কাইরাত আলমাতির মাঠে দাপট দেখাল রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকের পাশাপাশি এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিমদিয়াজের গোল যোগ হয়ে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল জাবি আলোনসোর দল। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। কাইরাত গোলরক্ষক শেরখান কালমুরজা বক্সের বাইরে গিয়ে ফ্রাঙ্কো মাস্তানুয়োনোকে ফাউল করায় এই সুযোগ পান ফরাসি অধিনায়ক। ৫২ মিনিটে থিবো কোর্তোয়ার লং পাস থেকে দৌড়ে গিয়ে দারুণ চিপে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ একবার মিস করলেও শেষ পর্যন্ত কাছ থেকে গোল করে তিনটি পূর্ণ করেন এমবাপ্পে। এরপর বদলি নেমে গোল করেন কামাভিঙ্গা ও দিয়াজ। কামাভিঙ্গা হেডে লক্ষ্যভেদ করেন, আর দিয়াজ গনসালো গার্সিয়ার পাস থেকে নিচের কোনায় শট নিয়ে গোল করেন। ৬৭তম মিনিটে কাইরাতের পক্ষে একটি পেনাল্টি ঘোষণা করা হলেও...