বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ সারোয়ার ইমরান শ্রীলঙ্কায় মস্তিষ্কে মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। দলের ম্যানেজার নিশ্চিত করেছেন, সোমবার স্ট্রোক হলে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে ছাড়া পেয়ে টিম হোটেলে আছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল। দ্রুতই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন দেশের ক্রিকেটের তারকা কোচ। দলের টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ জানিয়েছেন, ‘সোমবার ইমরানের বাম পায়ে হঠাৎ অস্বস্তি অনুভব হয় এবং দলের চিকিৎসকের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।’ ‘আমরা মঙ্গলবার তাকে বিশ্রামে থাকতে বলেছি। আশা করছি বুধবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেবেন তিনি।’ গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী দলের প্রধান...