আসামের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া, আর সেই ছায়া এখন ঘনীভূত হচ্ছে এক চাঞ্চল্যকর ঝড়ে। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যময় মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন মোড়। গ্রেপ্তার হলেন তার দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে সিআইডির বিশেষ তদন্ত দল। অন্যদিকে, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামাকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরেই এই দুই অভিযুক্তকে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে আসামে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে এই মামলায় জুবিন গর্গের ড্রামার শেখরজ্যোতিকেও গ্রেপ্তার করেছিল।উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর এই ঘটনার তদন্তের জন্য আসাম...