ভারতের মতো শ্রীলঙ্কাও নারীদের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক। বাংলাদেশ দল এখন কলম্বোয়। বৃহস্পতিবার দলটির প্রথম ম্যাচ। তার আগে কোচকে নিয়ে দুঃসংবাদ শুনেছেন নিগার সুলতানারা। কলম্বোয় মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কোচ সারোয়ার ইমরান। যদিও তার অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছেন তিনি। সোমবার অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ ক্রিকইনফোকে বলেছেন, ‘ইমরান স্যার কয়েক দিন ধরেই সমস্যায় ভুগছিলেন। সোমবারও একই অবস্থা হলে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসকেরা জানান, তার মৃদু ব্রেইন স্ট্রোক হয়েছে।’ চিকিৎসা শেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ। আপাতত দলের হোটেলেই বিশ্রামে আছেন তিনি। তবে ইমরান চাইছিলেন, মঙ্গলবার অনুশীলনে যোগ দিতে। ফাইয়াজ জানান, ‘আমরা স্যারকে মঙ্গলবার বিশ্রাম নিতে বলেছি। তবে তিনি আশাবাদী...