বয়স বাড়লে অনেকেই ভাবেন, মানুষের সক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যায়। শরীরের শক্তি কমে আসে, হাঁটার গতি ধীর হয়, নানা অসুখ-বিসুখ ঘিরে ধরে। তরুণরা অনেকেই তখন মনে করেন প্রবীণরা কেবলই সংসারের বোঝা। অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যে অভিজ্ঞতা, ধৈর্য, মমতা ও প্রজ্ঞার ভাণ্ডার তৈরি হয়, তা তরুণরা কখনোই একসঙ্গে অর্জন করতে পারেন না। তরুণরা হয়তো দ্রুত দৌড়াতে পারেন, প্রযুক্তির জগতে সাফল্য দেখাতে পারেন, কিন্তু প্রবীণদের কিছু বিশেষ কাজ ও গুণাবলি আছে যা চিরকালই তাদের কাছে অদ্বিতীয়। যেমন- ১. ধৈর্যের পাঠ:জীবন মানেই উত্থান-পতনের গল্প। তরুণরা অস্থিরতায় অনেক সময় হঠাৎ সিদ্ধান্ত নেয়, ভুলও করে ফেলে। প্রবীণরা বছরের পর বছর ঝড়-ঝাপটা সামলে শিখেছেন ধৈর্য। তারা জানেন সময়ই বড় চিকিৎসক। কোনো সমস্যায় উত্তেজিত হয়ে নয়, শান্তভাবে সমাধান খুঁজে বের...