যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টি তাদের বার্ষিক সম্মেলনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সম্মেলনে এক ঐতিহাসিক ভোটের মাধ্যমে প্রতিনিধি দল ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দেয়। লিভারপুলে শুরু হওয়া সম্মেলনে জানানো হয় ইসরায়েল গাজায় জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে। তাই এর বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা এবং দেশটিতে অস্ত্র বিক্রির ওপর পূর্ণ অবরোধ জারি করা উচিত। ভোটের মাধ্যমে দলটি জাতিসংঘের অনুসন্ধান কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনের স্বীকৃতি দেয়। এ সিদ্ধান্তকে লেবার পার্টির ইতিহাসে এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল মন্তব্য করেন, “এটি...