ঘিয়া রঙের পাঞ্জাবি গায়ে ডায়াসের দিকে যেতে যেতে তামিম ইকবাল বললেন, “ভেবেছিলাম এই পাঞ্জাবিটা নির্বাচনের দিন পরব…।” তার মুখে তখন হাসি, তবে মনে দানা বাঁধছে হতাশা ও ক্ষোভের মেঘ। সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরল একটু পরই।পাতানো নির্বাচনের ছক সাজানো হয়েছে অভিযোগ করে সাবেক অধিনায়ক বললেন, বিসিবির জন্য একটি কালো দাগ হয়ে থাকবে এই নির্বাচন। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছিলেন তামিম। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে বুধবার তিনি সরে দাঁড়ান নির্বাচন থেকে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন অন্তত ১৫ জন। তামিম পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন তার সিদ্ধান্তের পেছনের কারণ। “প্রত্যাহারের কারণটি খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব বিস্তারিত বা ব্যাখ্যা করে কোন কিছু বলার...