বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনার পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসী ভাইয়েরা সরকার পতনের আগেও শেখ হাসিনার দুঃশাসন, ফ্যাসিস্ট কর্মকাণ্ড ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সরব ছিলেন। তারা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বিদেশের নানা শহরে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তুলে ধরেছেন গণতন্ত্রকামী জনতার দুঃখকথা। বুধবার (১ অক্টোবর) কানাডার টরেন্টোতে আয়োজিত প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিশেষ করে ৫ আগস্টের পর যখন ভারত প্রকাশ্যে শেখ হাসিনার পাশে দাঁড়াল, ঠিক সেই সময়ে প্রবাসী বাংলাদেশিরা সারা বিশ্বে হাসিনাবিরোধী জোরালো জনমত সৃষ্টি করতে সক্ষম হন। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন। ফলে আন্তর্জাতিক পর্যায়ে শেখ...