লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন এক সময়ের সবজি বিক্রেতা থেকে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত শিহাব আহমেদ। গতকাল ৩০ সেপ্টেম্বর বিকেলে একটি মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে শিহাব আহমেদ আনুষ্ঠানিকভাবে পাটগ্রাম উপজেলায় তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন। শোভাযাত্রাটি হাতীবান্ধা উপজেলার বড়খাতার দোয়ানী মোড় থেকে শুরু হয়ে পাটগ্রাম উপজেলার বাউরা, আলাউদ্দিন নগর, কবরস্থান, সরকারি কলেজ মোড়, রেলগেট, পশ্চিম চৌরঙ্গী মোড়, ঘুন্টি, বুড়িমারী বাজার ও স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিহাব আহমেদ তার উন্নয়ন ভাবনা ভোটারদের সামনে তুলে ধরেন এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও আগামীর ভিশন সম্পর্কে স্থানীয় বাজারগুলোতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “জনগণই শক্তি। জনগণের দোরগোড়ায় থেকে তাদের আস্থা অর্জন করতে চাই। ইতিমধ্যে ৫ শতাধিক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আগামী ২০৩০ সালের মধ্যে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায়...