এশিয়া কাপ ব্যর্থতার রেশ না কাটতেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যাওয়া অধিনায়ক লিটন দাসের চোটের কারণে এই সিরিজের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় তার দুবাই যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে জটিলতা কেটে যাওয়ায় আজ বুধবার তিনি দুবাই রওনা হচ্ছেন বলে জানা গেছে। শারজায় আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাকি দুটি ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। এই সিরিজ শেষে আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এশিয়া কাপে বাজে পারফরমেন্সের পরও তাই দেশে ফেরা হয়নি ক্রিকেটারদের। অন্যদিকে গতকাল পর্যন্তও অনিশ্চিত ছিল সৌম্যর ভিসা পাওয়া। শেষ পর্যন্ত ভিসা জটিলতা কেটে যাওয়ায় সৌম্য দুবাই যাচ্ছেন দলের...