মাহিন সরকার ও ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এনসিপির সদস্য (দপ্তর) মোহাম্মদ উসামা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাহী কাউন্সিলে মাহিন সরকার (যুগ্ম সদস্যসচিব) ও ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে (মুখ্য সংগঠক, জাতীয় যুবশক্তি) অন্তর্ভুক্ত করা হলো। আরও পড়ুনআরও পড়ুনহিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য অপশক্তি ফাঁদ পেতে আছে: হাসনাত দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলে গত ২৭ সেপ্টেম্বর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। মাহিন...