০১ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি চিকিৎসকদের অস্পষ্ট হাতের লেখা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আদালতের মতে, পাঠযোগ্য প্রেসক্রিপশন শুধুমাত্র একটি প্রশাসনিক বিষয় নয়; এটি রোগীর মৌলিক অধিকার এবং জীবন-মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। বিচারপতি জশগুরপ্রীত সিং পুরি বলেছেন, প্রযুক্তি ও কম্পিউটার সহজলভ্য হয়ে যাওয়ার সময়েও সরকারি চিকিৎসকেরা হ্যান্ডরাইটেন প্রেসক্রিপশন ব্যবহার করছেন, যা প্রায়শই বোঝা যায় না। রায়ের পেছনের ঘটনা একটি মামলার সঙ্গে যুক্ত। একটি নারী ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের করেছিলেন। বিচারক যখন নারীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রতিবেদন দেখেন, তখন সেটি সম্পূর্ণ দুর্বোধ্য ছিল। নারীর চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন এবং প্রেসক্রিপশন এক সরকারি চিকিৎসকের হাতে লেখা ছিল, যা একেবারেই পড়া যায়নি। আদালত মন্তব্য করেছে, এমন অস্পষ্ট...