বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তামিম এমন খবর চাউর হয়ে গিয়েছিল মঙ্গলবার রাতেই। সেটাই সত্য হলো। বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিসিবি অফিসে এসে প্রার্থিতা প্রত্যাহার করেন তামিম ইকবাল। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জানান, স্বেচ্ছাচারিতা আর নোংরামির প্রতিবাদ হিসেবেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।তামিম বলেন. ‘আজ কারা কারা উইথড্র করেছে তাদের নামগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট। তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রটেস্ট যে, এই নোংরামির পার্ট আমরা থাকতে পারব না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট আমার কাছে মনে হয়, এই নোংরামির সঙ্গে আমরা কোনো দিক থেকে কোনোভাবেই পার্ট...