ভূমধ্যসাগরের আকাশে টহল দিচ্ছে ইসরায়েলের ড্রোন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সমুদ্র। তবুও থামানো যাচ্ছে না গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কে। জীবন বাজি রেখে এগিয়ে চলেছে নৌবহরে থাকা মানবতার আলোর যাত্রীদের কাফেলা। ইতিমধ্যেই বিপদসংকুল জলসীমায় প্রবেশ করেছে নৌবহরটি। ১৫ বছরের বেশি সময় ধরে অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোই এই অভিযানের উদ্দেশ্য। যে পতাকা মুছে ফেলতে চেয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি, যে ইতিহাস দমন করতে চেয়েছিল জায়নবাদী ইসরায়েল—সেই পতাকা ও ইতিহাস বুকে নিয়েই এগিয়ে চলছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এ অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশসহ ৪০টির বেশি দেশের শিল্পী, রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মানবাধিকার কর্মীরা। সবার কণ্ঠে এক সুর—“থামানো যাবে না আমাদের গন্তব্য”। মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলাকে ইসরায়েল ‘জিহাদি ফ্লোটিলা’ আখ্যা দিয়ে ইতিমধ্যেই অন্তত ১০টি জাহাজে ১৩ বার হামলা চালিয়েছে। তবুও নৌবহর থামেনি। চলতি...