এসএম বদরুল আলমঃসম্প্রতি আয়কর ফাঁকি ও রিটার্নে অসত্য তথ্য প্রদানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। এক সরকারি বিজ্ঞপ্তিতে তিনি সতর্ক করে বলেছিলেন, “আয়কর রিটার্নে ভুল তথ্য দিলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড হতে পারে।” কিন্তু এবার সেই চেয়ারম্যান নিজেই বিতর্কে জড়িয়ে পড়লেন। সূত্র জানিয়েছে, আব্দুর রহমান খান বহু বছর ধরে তার নিজস্ব আয়কর রিটার্নে অসত্য বা সন্দেহজনক তথ্য দিয়ে যাচ্ছেন। তিনি কিছু নথি ও পরিসংখ্যান তুলে ধরে বলেছেন, চেয়ারম্যানের ব্যক্তিগত খরচ, সম্পত্তি ও আর্থিক লেনদেনের বিবরণ বাস্তবতার সঙ্গে মেলে না। সূত্র মতে, ২০২০-২১ থেকে ২০২২-২৩ করবর্ষে টানা তিন বছর আব্দুর রহমান খান পরিবারের খাদ্য, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় দেখিয়েছেন মাত্র ১ লাখ ৮০ হাজার টাকা। অথচ ঢাকায় একটি মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয়ই প্রায় ৫০-৬০ হাজার...