বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। শুধু তামিম নন, আরও ১৪-১৫ জন এ দিন মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ছিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশের পর সঠিক সংখ্যা জানা যাবে। এদিন মনোনয়ন প্রত্যাহার করা এক্মিওম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু সংবাদমাধ্যমকে বলেন, “বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনো পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না। সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে। আপাতত এটুুকুই বলতে পারি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব আমরা।” তামিম যদিও আনুষ্ঠানিকভাবে কারণ জানাননি, তবে কয়েক দিন আগেই সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচনে...