দলিলে (রেজিস্ট্রি কাগজে) নামের ভুল হলে এটি একটি গুরুতর আইনি ত্রুটি। সঠিক নাম ছাড়া ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। তাই এমন ভুল পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। পূর্ণ নামের ভুল (যেমনঃ “মোঃ আব্দুল করিম” এর জায়গায় শুধু “আব্দুল”) সংশোধনের জন্য করতে হবেসংশোধনী দলিল(Rectification Deed/সংশোধনী কবুলিয়ত)। আবার স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন ফি দিতে হয় (তবে অল্প পরিমাণে)। বিক্রেতা বা অন্য পক্ষ সংশোধনী দলিলে স্বাক্ষর না করলে আদালতের শরণাপন্ন হতে হবে। আদালত প্রমাণ ও কাগজপত্র দেখে সঠিক নাম সংশোধনের আদেশ দেবে। দলিলে নাম...