গুঞ্জনটা গতকাল রাতেই শুরু হয়েছিল, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তামিম ইকবাল। সে গুঞ্জনটাই সত্যি হয়েছে। আজ বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়েমনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেনজাতীয় দলের সাবেক এ অধিনায়ক। শুধু তামিম নন, মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও ১৪ জনের মতো। প্রার্থীতা বাতিলের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম। সাবেক অধিনায়ক অভিযোগ তুলেছেন, এ নির্বাচনে ফিক্সিং হতে যাচ্ছে। তামিম মন্তব্য করেন, এ নির্বাচন দেশের ক্রিকেটে কালো দাগ হয়ে থাকবে। নিজের মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আপনারা জানেন যে, আমরা আজকে আমাদের নমিনেশনটা (মনোনয়ন) প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে...