গত রোববার টরোন্টোর বিপক্ষে ড্র করে সাপোর্টার্স শিল্ডের পথ কঠিন করেছিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টধারীদের জন্য নির্ধারিত এ পুরস্কার জিততে মায়ামির সামনে তখন সমীকরণ দাঁড়ায়, হাতে থাকা সব ম্যাচ জেতার পাশাপাশি ফিলাডেলফিয়া ইউনিয়নের দিকে তাকিয়ে থাকা। কঠিন সমীকরণ এবার বলতে গেলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মায়ামির। আজ ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শিকাগো ফায়ারের মুখোমুখি হয়েছিল ফ্লোরিডার ক্লাবটি। উত্তাপ ছড়ানোর ম্যাচে ৫-৩ গোলে হেরেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। দলের সেরা তারকা লিওনেল মেসিও চেয়ে চেয়ে প্রতিপক্ষের গোল উদযাপন দেখা ছাড়া তেমন কিছুই করতে পারেননি- না পেরেছেন গোল করতে, না ছিল কোনো অ্যাসিস্ট। এ হারে ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারেই থাকল মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফিলাডেলফিয়া ইউনিয়ন। হাতে...