ফিলিস্তিনের দুর্ভিক্ষ কবলিত ছিটমহল গাজার দিকে অগ্রসর হতে থাকা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) যুদ্ধ শেষ করার মার্কিন পরিকল্পনাকে লাইনচ্যুত করার ঝুঁকি তৈরি করছে অভিযোগ করে একে থামতে বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সারা বিশ্ব থেকে যোগ দেওয়া মানবাধিকার আন্দোলনকারীরা ৪০টিরও বেশি নৌযান ভর্তি ত্রাণ নিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে। ইতালির নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এই ফ্লোটিলার সঙ্গে আছে; জানিয়েছে বিবিসি। ইতালির কর্মকর্তারা বলছেন, গাজার উপকূলরেখা থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিলোমিটার) দূরে থাকা অবস্থায় ফ্লোটিলাটিকে থেমে যেতে হবে। বুধবার ওই অবস্থানে পৌঁছানোর পর জিএসএফ জানিয়েছে, তারা ‘উচ্চ সতর্কাবস্থায়’ আছে এবং ফ্লোটিলার উপরে ড্রোনের তৎপরতা ‘বেড়ে গেছে’। তারা আরও জানিয়েছে, তাদের কয়েকটি নৌযানের দিকে অজ্ঞাত জলযান এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কয়েকটি লাইট বন্ধ করে চলাচল করছে। রয়টার্স জানিয়েছে, পরে...