আসুন জেনে নেওয়া যাক শুকিয়ে যাওয়া নেলপলিশ আবার কীভবে ব্যবহারের উপযোগী করবেন- ১. গরম পানি দিয়েএকটি পাত্রে গরম পানি নিয়ে জমে যাওয়া নেলপলিশের বোতলটি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে শুকিয়ে যাওয়া নেলপলিশ আবার তরল হয়ে যাবে। এরপর আগের মতো ব্যবহার করতে পারবেন। ভালো ফল পেতে নেলপলিশের বোতলটি কিছুটা রোল করে নিন। ঝাঁকাবেন না। কারণ বোতল ঝাঁকালে বাতাসের বুদবুদ নেলপলিশে মিশে যাবে। ২. রিমুভার দিয়েশুকিয়ে যাওয়া নেলপলিশ ব্যবহার করতে কয়েক ফোঁটা নেলপালিশ রিমুভার মিশিয়ে ২ মিনিট রেখে দিন। এরপর কয়েকবার বোতলটি দুই হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে নিন। সব শেষে ঝাঁকিয়ে নিলেই নেলপলিশ আরও এক-দুইবার ব্যবহার করতে পারবেন। ৩. ফ্রিজে সংরক্ষণনেলপলিশ ফ্রিজে অনেকদিন ভালো থাকে। তাই ব্যবহারের পর...