সিনেমায় রক্তক্ষয়ী ভ্যাম্পায়ার দেখে অনেকের শরীর শিউরে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয়—এমন রক্তচোষা প্রাণী শুধু কল্পকাহিনীতেই নয়, বাস্তবেও রয়েছে। দক্ষিণ ও মধ্য আমেরিকার জঙ্গল, মেক্সিকোর নির্জন অঞ্চল কিংবা গুহা–খনিতে বাস করে এরা। বলছি ভ্যাম্পায়ার বাদুড়ের কথা। অন্ধকার নামলেই গুহা বা পরিত্যক্ত ঘর থেকে বের হয় এরা। সিনেমার ভ্যাম্পায়ারের মতোই এদের বেঁচে থাকতে রক্তের প্রয়োজন। সাধারণত গরু, শুকর, ঘোড়া, পাখি প্রভৃতি প্রাণীর শরীর থেকে রক্ত সংগ্রহ করে। তবে কখনো কখনো মানুষের রক্তও পান করে এরা। শিকারের শরীরে দাঁত দিয়ে ছোট ছিদ্র করে রক্ত বের করে আনে। তারপর জিভ দিয়ে সেটি চেটে খায়। আশ্চর্য হলেও সত্য, শিকারকে ঘুম থেকে না জাগিয়েই টানা আধঘণ্টা পর্যন্ত রক্ত পান করতে পারে এ বাদুড়। যদিও খুব বেশি রক্ত এরা শুষে নেয় না। একটি ভ্যাম্পায়ার বাদুড়ের দৈর্ঘ্য গড়ে...