এশিয়া কাপের ট্রফি ভারত পাবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি নতুন শর্ত চাপিয়েছেন। মঙ্গলবারের বৈঠকে নাকভি বলেছেন, ‘ভারতকে ট্রফি নিতে হলে সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে আমি ট্রফি দেব না। ভারতীয় বোর্ড কোনও প্রতিনিধি পাঠালে তাঁকে ট্রফি দেওয়া হবে না। অধিনায়ককে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে ট্রফি নিতে হবে।’ এর আগে নাকভি জানিয়েছিলেন, ভারতীয় দল তাদের পদক ও ট্রফি পাবে। তবে সেটি তিনি নিজ হাতে দিতে চান। সে জন্য বিশেষ আয়োজনের প্রস্তাব করেছিলেন তিনি। পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপার জানিয়েছে, বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বারবার নাকভিকে অনুরোধ করেছিলেন ট্রফি ভারতের হাতে তুলে দিতে। কিন্তু নাকভি প্রথমে বলেন, ‘এটি মিটিংয়ের বিষয় নয়।’ পরে চাপ...