দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই পথচলার ছাব্বিশ বছর পার করে আজ ১ অক্টোবর পা রাখল সাতাশ বছরে। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে চ্যানেল আইয়ের অভিযাত্রা। সাতাশ বছরে এসে চ্যানেল আইয়ের সেøাগান ‘আনন্দ উচ্ছাসে চ্যানেল আই সাতাশে’। এদেশের টেলিভিশনের ইতিহাসে ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু করে চ্যানেল আই। মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেলটির পথচলা। সাতাশ বছরে পদার্পণ উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে কোনো কেক কাটা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকলেও পর্দাজুড়ে থাকবে বর্ণিল ও বর্নাঢ্য আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু সংগীত পরিবেশন করবেন শিল্পী ফেরদৌস আরা, রফিকুল আলম, আবিদা সুলতানা এবং অণিমা রায়। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে ‘সংবাদপত্রে বাংলাদেশ’ এর বিশেষ পর্ব। সকাল...