এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। মনোনয়ন পত্রও জমা দিয়েছিলেন দেশ সেরা এ ওপেনার। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে।বুধবার সকালে বিসিবিতে আসেন তামিম। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টা। শেষমেশ তাই হলো। তামিম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করলেন, তিনি বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আর। কেন এ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি? তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আপনারা বলেন ফি*ক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফি*ক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফি*ক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।’ক্ষুব্ধ তামিম বলেন, ‘যখন যেমন মনে হচ্ছে, যখন যা...