হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয়। আপনারও নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ কিংবা ব্যক্তিগত মেসেজ আসতে থাকে। অনেক সময় গ্রুপের মেসেজের নোটিফিকেশন কাজের সময় বিরক্তি এবং বিব্রত করতে পারে। এখন চাইলেই গ্রুপ চ্যাটের অ্যালার্ট মিউট করে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ শিগগির ব্যবহারকারীদের সব ধরনের গ্রুপ চ্যাটের নোটিফিকেশন মিউট করার সুযোগ দেবে, যেগুলোতে সবার নাম উল্লেখ করা হয়। চ্যাট অ্যালার্ট গুরুত্বপূর্ণ, কিন্তু সব সময় আসতে থাকলে তা বিরক্তিরই কারণ হয়ে ওঠে, ঠিক সেই কারণেই এবার ব্যবহারকারীর পছন্দের উপরে ভিত্তি করে তা কাস্টমাইজ করা হচ্ছে। ওয়েবিটাইনফো সর্বশেষ অ্যান্ড্রয়েড বিটা ২.২৫.২৭.১ সংস্করণে এই সপ্তাহেই এই ফিচার দেখেছে। টিপস্টারের মতে, বিটা টেস্টিং এখন একটি নির্বাচিত গ্রুপের সঙ্গেই শুধু করা হচ্ছে, পরে সবার জন্য রোল আউট হবে। একটি ক্লিপ...