প্রকৌশলী মো. ফারুক হোসেন। তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েই গাড়ি বিলাসী হয়ে উঠেছেন এই প্রকৌশলী। নিজের স্ত্রী-সন্তানদের জন্য ব্যবহার করছেন প্রতিষ্ঠানের দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। ক্ষমতার প্রভাব খাটিয়ে কোম্পানির চালক দিয়েই করাচ্ছেন স্ত্রী-সন্তানের আনা নেওয়ার ডিউটি। এজন্য প্রতি মাসে গড়ে ১ লাখ টাকা ব্যয় হচ্ছে বিজিএফসিএলের। এমডির এই নিয়মবহির্ভূত সুবিধা গ্রহণের বিষয়টি নিয়ে কেউ মুখ না খুললেও অস্বস্তিতে ফেলেছে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে যোগ দেন প্রকৌশলী মো. ফারুক হোসেন। এর আগে তিনি সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। এমডি হিসাবে পাওয়া একটি গাড়ি সুবিধার পাশাপাশি স্ত্রী-সন্তানদের জন্য কোম্পানি থেকে আরেকটি গাড়ি নিয়েছেন তিনি। আরও পড়ুনআরও পড়ুনভারত জঘন্য মানসিকতার পরিচয় দিয়েছে: প্রিন্স...