বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। তাকে বলা হয় ‘বিগ বি’। পেশাগত সাফল্য ছাড়াও বচ্চন পরিবারকে ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং রাজকীয় বলিউড পরিবারগুলোর মধ্যে একটি হিসাবেও বিবেচনা করা হয়। প্রায় ষাট বছর ধরে এ বলিতারকা তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। বয়স ৮০-এর কোটা পার করেছেন আরও দুবছর আগে। অথচ এখনো কত সাবলীল পর্দায়। এগিয়ে চলছেন বেশ দৃঢ়ভাবে এবং রুপালি পর্দায় স্থায়ী ছাপ রেখেই চলেছেন। ১৯৭৩ সালে অমিতাভ জয়াকে বিয়ে করেন, যিনি একজন অসাধারণ বাঙালি নারী। তাদের দুই সন্তান শ্বেতা এবং অভিষেক বচ্চন তাদের আশীর্বাদ। অভিষেক সাবেক বিশ্বসুন্দরী বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন, আর শ্বেতা ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেন। জয়া এবং অমিতাভ হলেন নব্য নভেলি নন্দা, অগস্ত্য নন্দা এবং আরাধ্য বচ্চনের গর্বিত দাদা-দাদি। বছরের পর বছর ধরে তাদের...