কেক বা পেস্ট্রির রেসিপি অনুসরণ করা খুব কঠিন নয়। তবে নিখুঁত, বেকারি মানের মিষ্টান্ন তৈরি করতে শুধু উপকরণ মেপে মিশিয়ে দিলেই হয় না। এর পেছনে থাকে বিশেষ কৌশল, যা সাধারণত শেখানো হয় ‘কুকিং’ বা রান্নার স্কুলে। এই কৌশলগুলো এতটাই সূক্ষ্ম যে প্রথমে হয়ত তেমন গুরুত্ব দেওয়া না হলেও এগুলোই বেইকিংকে করে তোলে নিখুঁত। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পেস্ট্রি শেফ ট্রিনা ডেকেট ইটিদিস নটদ্যাট ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “কোনো বেইকিং শুরু করার আগে পুরো রেসিপি মনোযোগ দিয়ে পড়া এবং সব উপকরণ আগে থেকে প্রস্তুত রাখা খুবই জরুরি। উপকরণ ও বেইকিংয়ের সরঞ্জাম হাতের কাছে থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়।” এভাবে প্রস্তুত থাকলে রান্নাঘরে বিশৃঙ্খলা তৈরি হয় না এবং কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে এগোয়। শেফ ট্রিনা জানান, “বেইকিং আসলে এক ধরনের বিজ্ঞান। এখানে...