০১ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম পিআর পদ্ধতির নির্বাচন ও আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনারা। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার পহেলা অক্টোবর থেকে ৯ই অক্টোবর পর্যন্ত ৫ দফা গণদাবিতে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। এদিকে আজ থেকে শুরু হওয়া সারাদেশে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলের নেতাকর্মীরা। জানা যায় প্রায় সব গুলোদল ছোট ছোট ভাগে ভাগ হয়ে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ ও কর্মসূচি সম্পর্কে অবহিত করছে সাধারণ মানুষকে। ১০ই অক্টোরব ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল ও ১২ই অক্টোবর জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান। তবে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে প্রথম দিকে রাজপথে কোনো কর্মসূচি রাখা...