জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবার সোশ্যাল মিডিয়ার ট্রলের শিকার হলেন একটি চুমু খাওয়ার ছবি পোস্ট করে। ছবিতে দেখা যাচ্ছে নিজের ছোট ভাইকে স্নেহের আদরে চুমু দিচ্ছেন কেয়া। গত ২৭ সেপ্টেম্বর ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি শেয়ার করেন কেয়া। এর মধ্যেই একটি ছবিতে ভাইকে আদর করে চুমু দিতে দেখা যায় তাকে। আর সেই ছবিকে ঘিরেই নেটিজেনদের একাংশের বিরূপ মন্তব্য শুরু হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কেয়া। ফেসবুকে এক পোস্টের মন্তব্যে লেখেন, ‘কোনো কিছু না জেনে বিচার করবেন না। সে আমার ছোট ভাই। আমরা তিন ভাইবোন, ওরা আমার পৃথিবী।’ গণমাধ্যমে ট্রল প্রসঙ্গে কেয়া বলেন, ‘আমরা তিন ভাইবোন। আমি সবার বড়। ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) কলেজে পড়ে, আর এক বোনের বয়স ৬ বছর। ওদের নিয়েই আমার সব কিছু। জন্মদিনে যত...