সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ার-এ শব্দগুলো যেন নব্বই দশকের ছেলে-মেয়েদের কাছে আবেগ। সেসময় বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ার। পাড়ার কোনো ঘরে সিডি চললে, ছোট ছেলে-মেয়ে থেকে শুরু করে বৃদ্ধরা সিডিতে নাটক, সিনেমা, গান দেখতে আসতেন। এখনকার মতো সেই সময় সবার ঘরে ঘরে টিভি ছিল না। পাড়ার হাতে গোনা কয়েক ঘরেই টিভির দেখা মিলত। ১৯৮২ সালে বিশ্বের প্রথম সিডি প্লেয়ার হিসেবে জাপানের বাজারে বিক্রি শুরু হয় সনি সিডিপি-১০১। এর দুই বছর পর ১৯৮৪ সালে এ সিডি প্লেয়ার উত্তর আমেরিকা ও ইউরোপে পৌঁছে যায়। এর-ও কিছুদিন পর প্রায় বিশ্বের অন্যান্য প্রান্তে। নব্বই দশকে বাংলাদেশে সিডি প্লেয়ারের প্রচলন শুরু হয়। শুরুর দিকে শহর কেন্দ্রিক প্রচলন হলেও পরবর্তীতে সহজলভ্য হওয়ায় ছড়িয়ে পড়ে গ্রাম-গঞ্জে। ভাড়ায় এক ঘর থেকে আরেক ঘরে ঘুরত...