আনিস আলমগীর বিগত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিতি। দীর্ঘদিন আওয়ামী ঘরানার মালিকানাধীন আজকের পত্রিকায় চাকরি করেছেন তিনি। এছাড়াও শেখ হাসিনার আমলে একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। মোস্তফা ফিরোজের শোতে আনিস আলমগীর বলেন, ‘আমি বেঁচে থাকি কি না জানি না। আপনি লিখে রাখেন, এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এখানে যে স্মৃতি জাদুঘর বানাচ্ছে না! আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ যদি আবার ক্ষমতায় আসেÑপ্রথম যেটা ভাঙবে, সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর। কারণ, আপনি জাদুঘর জাদুঘরের জায়গায় করবেন।’ প্রধানমন্ত্রীর বাসভবন কেন স্মৃতি জাদুঘর বানাবেন এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ওই খানে কী দেখাবেন? বক্ষবন্ধনী দেখাবেন?...