নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণের একটি প্রধান দিক হলো যখন কোনো কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্যে পৌঁছায়। এই ঘটনাটি একইসঙ্গে বাজারে সেই কোম্পানির প্রতি অগাধ আস্থা এবং বাড়তি আগ্রহের শক্তিশালী ইঙ্গিত দেয়, আবার নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী ক্রেতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেতও বটে—কারণ এত উঁচু দরে প্রবেশ করা সর্বদা ঝুঁকির জন্ম দেয়। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত নয়টি কোম্পানির শেয়ার টানা লেনদেনে সর্বোচ্চ দরে পৌঁছেছে। স্টকনাওয়ের তথ্য অনুযায়ী, এসব কোম্পানির দর বৃদ্ধির প্রবণতা বিনিয়োগকারী মহলে নতুন কৌতূহল তৈরি করেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, প্রকৃত শক্ত ভিত্তি নাকি কৃত্রিম চাহিদা এই উত্থানের পেছনে কাজ করছে। • আল মদিনা ফার্মা – ৪৪ টাকা• বিডি পেইন্টস – ৪১ টাকা ৯০ পয়সা• সিটি জেনারেল ইন্স্যুরেন্স...