শুধু তামিম ইকবাল নয়, তার সঙ্গে বিসিবির নির্বাচন থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত আরো ১০ জন সরে দাড়িয়েছেন। তারা বুধবার দুপুর ১২টার মধ্যে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন থেকে সরে দাড়ানোর কারণ হিসেবে তাদের সবাই বলেছেন, সরকারের বর্তমান ক্রীড়া প্রশাসন এই নির্বাচনে হস্তক্ষেপ করছে তাই তারা এখানে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো উপায় দেখছেন না। সেইজন্য তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই নির্বাচনে অংশগ্রহণ না করার। বিসিবির নির্বাচন থেকে মুলত ক্যাটাগরি-১, যা ক্লাব ক্যাটাগরি নামে পরিচিত সেখান থেকেই প্রার্থীতা প্রত্যাহারের সংখ্যা সবচেয়ে বেশি। এই ক্যাটাগরি থেকে তামিমের সঙ্গে আরো ৮জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তামিম ইকবালের এই সঙ্গীরা হলেন সাইদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদজ্জামান, আসিফ রাব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল। এছাড়াও ক্যাটাগরি ১...