বেশ জোরালো গুঞ্জন ছিল, বিসিবি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেবেন তামিম ইকবাল। সেটি সত্যি করে আজ বুধবার (১ অক্টোবর) সকালে আসন্ন নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তামিম। সভাপতি পদে লড়াই করার কথা থাকলেও নির্বাচনেই দাঁড়াচ্ছেন না তিনি। মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের পর গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানে অনেকটা ক্ষোভ উগড়ে দেন। জানান, ঠিক কোন কারণে সরে দাঁড়িয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আপনারা জানেন যে আজকে আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি। এটা করার কারণটা খুবই ক্লিয়ার। আমার মনে হয় না আমাকে খুব ডিটেইলসে এটা ব্যাখা করে কিছু বলার আছে। আমি শুরু থেকে একটা কথা বলে আসছি, নির্বাচনটা কোনদিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এই জিনিসটা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তা...