জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, নির্বাচন কমিশন (ইসি) তাদের শাপলা প্রতীক না দিয়ে উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটি মতো ‘হাস্যকর প্রতীক’ বরাদ্দ দিতে চাচ্ছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইসির কাছ থেকে আমরা নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর এবং ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।” তিনি আরও বলেন, “আমরা আগেই জানিয়েছি—এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনি বাধা নেই। অন্য কোনো চাপেরও কথা নেই। কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে, যা...