১৭৮৭ – সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।১৭৯১ – ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন।১৭৯২ - ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।১৭৯৬ – বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়।১৮৩৮ - প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।১৮৫৪ - ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।১৮৬৪ - পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।১৮৬৯ - অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।১৮৮৭ - ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।১৯০৯ - ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।১৯২৭ - রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।১৯২৭ - খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।১৯৪৬ - ন্যুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।১৯৪৯ - গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।১৯৫৫ - প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।১৯৬০...