বাংলাদেশ জামায়াতে ইসলামী'র বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমীর ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, এতদিন একটি গোষ্ঠী জামায়াতে ইসলামী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রাচীর তুলতে চেষ্টা করেছে। কিন্তু ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, “জামায়াতে ইসলামী'র নেতা-কর্মীরা বাংলাদেশের কোথাও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে জুলুম করেছে, কিংবা তাদের জমি, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর দখল করেছে—এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। শুধুমাত্র রাজনৈতিক কারণে ঐ গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য হিন্দু ভাইবোনদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে। তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে, এখন হিন্দু সম্প্রদায় বাস্তবে বুঝে জামায়াতে ইসলামী'র কাছে...