শেষ মুহূর্তে যেন হিড়িক পড়ছে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। আজ বুধবার (১ অক্টোবর) প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিন। এদিন নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির চার নেতার ছেলে। আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না তারা। মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, বরকতউল্লা বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান, সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু—প্রত্যেকেই আজ সরে দাঁড়ালেন। এর আগে মনোনয়নপত্র কিনলেও সেটি জমা দেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তামিম ইকবালকে ঘিরে জমে উঠেছিল বিসিবি নির্বাচন। আলোচনা-সমালোচনায় মাতিয়ে রেখেছেন ক্রিকেটপাড়া। প্রথমে বিসিবি সভাপতি পদে লড়ার কথা থাকলেও শোনা যায় সমঝোতার...