মেজর লীগ সকারে (এমএলএস) নাটকীয় এক ম্যাচে ইন্টার মায়ামি ৫-৩ গোলে হেরেছে শিকাগো ফায়ারের কাছে। আজ বুধবার (১ অক্টোবর) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে হেরেছে মেসি-সুয়ারেজরা। লুইস সুয়ারেজ জোড়া গোল পেলেও লিওনেল মেসি পাননি গোলের দেখা। ম্যাচের শুরু থেকেই মায়ামি তাদের দুর্বল রক্ষণের খেসারত দিতে থাকে। প্রথমার্ধে শিকাগোর হয়ে গোল করেন ডিজে ডি'অ্যাভিলা। ১১ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। ৩১ মিনিটে জোনাথন ডিনের গোলে আরও পেছায় মায়ামি। টমাস আভিলেস ৩৯ মিনিটে গোল করে মায়ামির পক্ষে ব্যবধান কমান। রোমিনিক কুয়ামে ৪৩ মিনিটে গোল করলে প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে সুয়ারেজের জোড়া গোলে মিয়ামি ম্যাচে ফেরে। ৫৭ মিনিটে একটি অসাধারণ ফিনিশিংয়ে সুয়ারেজ ব্যবধান ৩-২ করেন। ৭৪তম মিনিটে জর্ডি...