টানা লড়াইয়ে ক্লান্ত ইন্টার মায়ামিকে রীতিমতো উড়িয়ে দিয়ে এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। মঙ্গলবার ফর্ট লডারডেলে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়ে ২০১৭ সালের পর প্রথমবার প্লে-অফ নিশ্চিত করেছে শিকাগো। ম্যাচে এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে মায়ামিকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ডের জোড়া গোল স্কোর লাইন ৩-৩ করলেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে মায়ামি খেলোয়াড়দের ক্লান্ত শরীর। শেষ দশ মিনিটে আরও দুই গোল হজম করে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিদের। শিকাগোকে এই সাফল্যে নতুন করে আলোচনায় ফিরিয়েছেন সাবেক মার্কিন কোচ বেয়ারহাল্টার। জাতীয় দল থেকে গত বছর বরখাস্ত হওয়ার পর ক্লাব ফুটবলে এটি তার বড় প্রত্যাবর্তন। ম্যাচ শেষে বলেছেন, ‘আমাদের লক্ষ্যই ছিল প্লে-অফে ফেরা। সেটা দুই ম্যাচ হাতে রেখেই হয়ে গেছে। তবে...