এই কারণে, স্ক্রিন প্রোটেক্টর বা গ্লাস লাগিয়ে স্পর্শ করা হলে লেখাটি সরাসরি স্পর্শ হয় না এবং স্পর্শ করাকে জায়েজ বলা হয়। তাঁদের মতে, পবিত্র কোরআন আল্লাহর কালাম এবং এর মর্যাদা সর্বোচ্চ। যেহেতু এটি কোরআনের আয়াত, তাই অজু ছাড়া স্পর্শ করা উচিত নয়, এমনকি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা হলেও।...